Thursday, February 13, 2020

অনলাইনে আয়

বন্ধুরা শুভেচ্ছা নিন, আশাকরি অনলাইনে আপনাদের সময় ভালোই কাটছে। হোক সে ফেইসবুকে বা ইউটিউবে বা মেসেঞ্জারে বা অন্য কোন মিডিয়াতে। বর্তমানে ইন্টারনেট ছাড়া আমরা যেন অচলই হয়ে গেছি। নেটে এখন আমরা বিভিন্ন বিষয়ে সময় কাটাচ্ছি আর এমবি মানে মেগাবাইট জিবি মানে গিগাবাইট টিবি মানে টেরাবাইটের জন্য দুহাতে টাকা খরচ করছি। আমরা নিছক টাইমপাস করার পাশাপাশি যদি সৃজনশীল কাজ দিয়ে অনলাইনে সময় কাটাই তাহলে মন্দ হয়না। অনেকেই নেটে বসে টাকা কামানের কথা ভাবলেও কিভাবে শুরু করবেন কিদিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না। তাই আমাদের একটি প্রয়াস হচ্ছে কিভাবে আপনিও নিছক নেটে সময় কাটানোর মাধ্যমে আয় করতে পারেন। বর্তমানে স্মর্টফোন থাকা মানে ফেসবুক একাউন্ট থাকা মানে ফেসবুকে আপনি একটি পেজ খুলেও আয়ের পথ বের করতে পরেন। আর গুগলের সার্ভিস ইউটিউবে চ্যানেল তৈরির মাধ্যমেও আয় করতে পারেন। এক্ষেত্রে গুগল এডসেন্স এর সাহায্যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এডভারটাইজ বা বিজ্ঞাপন থেকেও আয় করতে পারেন। income from youtube

online income pic এর ছবির ফলাফল


ফেসবুক পেইজে ফানপেইজ থেকেও আয় করা যায় তবে সবকিছু করার আগে ভালভাবে এসব বিষয় সম্পর্কে জানতে হবে। তবে এসব কিছু করার আগে আপনার একটি জিমেইল একাউন্ট তৈরি করে নিতে হবে। মেইল একাউন্টের পাসওয়ার্ড যেন ভালো হয় অর্থাৎ কেউ হ্যাক করতে না পারে সেব্যাপারে খেয়াল রাখতে হবে। বন্ধুরা ক্রমান্বয়ে আমরা এসব বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাব। আমাদের লেখাটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না.. ধন্যবাদ.... চলবে

No comments:

Post a Comment